• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
দিনাজপুরে  মিথ্যা অপবাদে কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় আটক – ২ 
 দিনাজপুর জেলার  বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ কেরানীপাড়ায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ দিয়ে মিনহাজ (১৫) নামে এক কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় অবশেষে বীরগঞ্জ থানাতে একটি  মামলা হয়েছে।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশের নজরে আসে। বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান নির্যাতিত কিশোরের স্বজনদের ডেকে ঘটনার বিস্তারিত শুনে মামলা রুজু করেন।
নির্যাতনের ঘটনায় কিশোরের বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকেলে বীরগঞ্জ থানায় ১৮৬০ সালের ফৌজদারি আইনের ৩৪২, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ ধারায় একটি মামলা দায়ের করেন তিনি। ঘোড়াবান্দ কেরানীপাড়া গ্রামের হাবিবর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক (৪৫) তার স্ত্রী রমেনা বেগম (৪০) ও সহযোগী রমজান আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) কে আসামী করা  হয়েছে। মামলা নং ৬।
ঘটনা সূত্রে  জানা যায়,  আসামীর বাড়ীতে আবু বকরের ছোট মেয়েকে আরবী শিক্ষা দিয়ে আসছিল মিনহাজ। বুধবার সকাল সাড়ে ৭টায় ছোট মেয়েটি পড়া না পারায় মিনহাজ মেয়েটিকে একটি চর-থাপ্পড় মারাকে কেন্দ্র করে তাকে মিথ্যা  অপবাদ দিয়ে মিনহাজ (১৫) নামে ওই কিশোরকে গাছের সাথে বেঁধে শক্ত বাঁশের লাঠি দিয়ে নির্যাতন চালানোর একপর্যায়ে সে গুরুত্বর আহত হলে স্থানীয় প্রত্যক্ষদর্শী নুর, রফিকুল ইসলাম ও হাফিজুল মিনহাজকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনোয়ার উল্ল্যাহ্ আহত মিনহাজের ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা দায়েরের পর রাতে বীরগঞ্জ থানার এস আই আলন চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ ফোর্জ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে   প্রধান আসামি আবু বকর সিদ্দিক ও সহযোগি আশরাফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।