• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং
মাদারীপুরে বারি বেগুন-১২ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র (নিরু)ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

সরেজমিন গবেষণা বিভাগ (সগবি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ফরিদপুর এর উদ্যোগে গত (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার মাদারীপুর জেলার সদর উপজেলার কলাবাড়ী গ্রামে বারি বেগুন-১২এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (বারি) এর অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (বারি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ড. মো. আলিমুর রহমান, ড. মো.মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (বারি) এর বৈজ্ঞানিক কর্মকর্তা এ.এফ.এম. রুহুল কুদ্দুস।

মাঠ দিবস অনুষ্ঠানে ৫০ জন কৃষক কিষানী অংশগ্রহন করেন। অতিথিরা কৃষকদের সাথে বারি বেগুন-১২ এর উৎপাদন কার্যক্রমের মাঠ পরিদর্শণ করেন এবং উপস্থিত সবাই এ জাতকে গ্রহন করার আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বারি বেগুন-১২ ব্যাক্টেরিয়া জনিত ঢলে পরা রোগ ও গুচ্ছ পাতা রোগ সহনশীল। ফলের রং হালকা সবুজ ও লম্বাটে আকারের। গাছপ্রতি ফলের সংখ্যা ৯-১০ টি। প্রতিটি ফলের গড় ওজন ৭০০-৮০০ গ্রাম শীতকালে ফলন প্রায় ৫৫-৬০ টন/হেক্টর। তাই, নতুন এ বেগুনের জাত আবাদে কৃষক আর্থিকভাবে লাভবান হয়। প্রধান অতিথি সবাইকে বারি উদ্ভাবিত অন্যান্য নতুন জাত ও প্রযুক্তি গ্রহন করে কৃষির উৎপাদনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য অনুরোধ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।