বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমানের পক্ষে মধুখালীতে খাদ্য সামগ্রী বিতরণ
এন ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের দুইবারের সাবেক এমপি মো. আব্দুর রহমান এর পক্ষে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ায় মধুখালীতে ৪শ জন অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার (০১-০৪-২০) বিকেল সাড়ে ৫টায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে এ সময় ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, সাবান ও মাক্সসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য রইস উদ্দিন ফকির, গাজনা ইউপির সাবেক চেয়ারম্যান, ৮ নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার তাজুল, গাজনা ইউনিয়ন আ‘লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামাল, ৯ নং ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক মিন্টু মোল্যা, নারী নেত্রী তামান্না প্রমুখ।