নগরকান্দায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা পিলার ভেঙ্গে দখল চেষ্টার অভিযোগ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের ১০৬ নং গহেরপুর মৌজার এস,এ দাগ নং ৫৮ ও ৫৯ এর সীমানার সম্মুখ্যে কুমার নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ড এর জায়গায় সীমানা পিলার ভেঙ্গে দখলের চেষ্টা করছে একটি চক্র ।
গত ২৪ শে নভেম্বর ২০১৯ ইং তারিখে নির্বাহী প্রকৌশলী ফরিদপুর (প ও র) বিভাগ বা পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর বরাবর ১০৬ নং গহেরপুর মৌজার এস, এ দাগ নং ৫৮ ও ৫৯ জমির মালিক মোঃ আবুল কাশেম তার মালিকানা সত্বে ভবন নির্মানে পানি উন্নয়ন বোর্ডের জায়গা টি পরিমাপ করতে লিখিত আবেদন করেন।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সরেজমিনে তাদের যায়গা পরিমাপ করে পিলার পুতে সীমানা নির্ধারন করে দেন।
রাতের আধারে কুচক্রী মহল সীমানা পিলার ভেঙ্গে দখলের চেষ্টা চালায়।