• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
চোখ জুড়াবে সরষে ক্ষেত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ঃ এ যেন এক অপরূপ সৌন্দর্য। দেখে মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। এমনি চিত্র দেখা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায়। চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো।
উপজেলার কামারখালী, নওপাড়া, কামালদিয়া, মেগচামী, বাগাট, রায়পুর, জাহাপুর ইউনিয়নে সরিষা চাষ বেশি লক্ষ্য করা যায়। আবহাওয়া ভালো থাকায় এবং সেচ, সার ও কীটনাশক কম লাগাতে সরিষার ভালো ফলন হয় এ এলাকাতে।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে সরিষা চাষ করা হয়েছে। যার মধ্যে টরি ৭, বারি ১৪, ১৭ সহ স্থানীয় সরিষা। জমি উর্বর হওয়ায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় এখন কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান বলেন, চাষীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রণোদনা, উঠান বৈঠক, সমাবেসের ফলে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। মধুখালীতে এ বছর ১২৮০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরিষা চাষ হয়েছে ১৪০০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ১২০ হেক্টর জমিতে সরিষার চাষ বেশি হয়েছে। ফলনও ভালো আশা করা যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।