• ঢাকা
  • শুক্রবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সালথা’য় আরো ৩ জন ক‌রোনা আক্রান্ত, মোট আক্রান্ত ৬৬ জন

ছবি প্রতিকী

ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জন নতুন ক‌রে (ক‌ভিট ১৯) ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছে। এ নি‌য়ে উপ‌জেলায় ১লা জুলাই বুধবার রাত ৯ টা পর্যন্ত মোট আক্রান্ত ৬৬ জন।

উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ এর তথ্য মতে, উপ‌জেলার মাঝার‌দিয়া ইউনিয়‌নের কুমারপু‌ট্টি গ্রা‌মের ৬৫ বছর বয়‌সি পুরুষ একজন, রামকান্তপুর ইউনিয়‌নের ব‌লিভদ্র‌দিয়া গ্রা‌মের ৪৭ বছর বয়‌সি একজন, সোনাপুর ইউনিয়‌নের গোপা‌লিয়া গ্রা‌মের ২৫ বছর বয়‌সি ১ জনের ক‌রোনা ভাইরা‌স (ক‌ভিট ১৯) প‌জি‌টিভ এসেছে। আক্রান্ত ৩জনই পুরুষ ব‌লে যানা গে‌ছে। নতুন ক‌রে ৫ জন সুস্থ হ‌য়ে‌ছে মোট সুস্থ হ‌য়ে‌ছে ৩৪ জন।

উপ‌জেলায় মোট নমুনা মোট নমুনা সংগ্রহ ক‌রা হ‌য়ে‌ছে ৩৬৪ টি, এ পর্যন্ত প‌জি‌টিভ ফলাফল পাওয়া গে‌ছে ৬৬ টির।

৩৪ জন সুস্থ হ‌য়ে স্বাভা‌বিক জীব‌নে ফি‌রে‌ছেন এবং ৩২ জন আই‌সো‌লেশ‌নে র‌য়ে‌ছেন। ৩২ জ‌নই হোম আই‌সো‌লেশ‌নে আ‌ছেন।

সালথা উপ‌জেলা‌ নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, আক্রান্তদের বাড়িতে আইসোলুশনে রাখা হয়েছে। প্রত্যেকের বাড়ির লোকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রত্যেকের বাড়ি প্রতিবেশিদের থেকে আলাদা করা হয়েছে। সবাই‌কে অনু‌রোধ কর‌বো জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাই‌রে বের হ‌বেন না। ক‌রোনা ভা‌ইরাস মোকা‌বেলায় সকল স্বাস্থ্যবি‌ধি মে‌নে চলুন। য‌দি কেউ ক‌রোনা উপসর্গ নি‌য়ে অসুস্থ‌বোধ ক‌রেন তাহ‌লে উপ‌জেলা স্বাস্থ্য‌ ক‌মপ্লেক্সরে হট লাই‌নে যোগা‌যোগ কর‌বেন। এখনই য‌দি স‌চেতন না হই তাহ‌লে উপজেলায় ক‌রোনা ভয়াবহ রুপ নি‌তে পা‌রে। ক‌রোনা আক্রান্ত ব্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি মান‌বিক আচরন করার অনেু‌রোধ কর‌ছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।