• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
সালথায় ১ম জাতীয় বীমা দিবসের র‍্যালি ও আলোচনা সভা

 

 

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ১ম বা‌রের মত জাতীয় বীমা‌ দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

“বীমা দিব‌সে শপথ ক‌রি উন্নত দেশ গ‌ড়ি “এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে সালথা উপ‌জেলা প্রশাসন এর আয়োজ‌নে ১লা মার্চ ২০২০ র‌বিবার সকাল ১০ টায় সালথা উপ‌জেলা চত্ত্বর থেকে এক‌টি র‍্যালি বের হ‌য়ে প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে সালথা উপ‌জেলা চত্ত‌্বরে এ‌সে শেষ হয়। র‍্যালি শে‌ষে সালথা উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন মোঃ তেলায়াত হো‌সেন, উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার সালথা, টিপু সুলতান, উপ‌জেলা প্রোগ্রাম অ‌ফিসার সালথা, আব্দুল বারী, উপ‌জেলা পাট কর্মকর্তা সালথা, আবুল কালাম আজাদ, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার, সালথা, মাহবুবুল হক বুলবুল, কো~অ‌র্ডি‌নেটর পপুলার লাইফ ইন্সুরেন্স ফরিদপুর। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, বি‌ভিন্ন অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ, জনপ্র‌তি‌নি‌ধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

আ‌লোচনা সভায় বক্তারা বর্তমা‌নে বীমার গুরুত্ব তু‌লে ধ‌রেন সেই সা‌থে য‌দি কোন ব্যা‌ক্তি মেয়াদ শেষ হবার প‌রে বীমার টাকা না পান সেই বিষ‌য়েও পদ‌ক্ষেপ নেওয়া হবে ব‌লে জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।