সালথা’য় খামারীদের মাঝে গরু মোটাতাজাকরণ সামগ্রী বিতরণ
ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ দপ্তরের অধীনে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগভ গরু খামারীদের মাঝে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রানীসম্পদ দপ্তরে এ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মুশফিকুর রহীম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এক শত সুফলভোগী গরু খামারীর মাঝে ২ প্যাকেট করে ভিটামিন প্রিমিক্স পাউডার, একটি করে প্রশিক্ষণ বই, একটি করে হেল্থ কার্ড ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।
২ জুলাই ২০২০