• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং
বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ  খুলনা বিভাগীয় কমিশনারের   

খুলনা, ১৯ জ্যৈষ্ঠ (২ জুন):

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক কল্যাণ তহবিল থেকে খুলনার তিন জন, যশোরের আট জন, সাতক্ষীরা ১১ জন ও বাগেরহাট জেলার ১৯ জন অসহায়, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকে অসুস্থ, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আজ (মঙ্গলবার) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এসব চেক অসহায়, অসুস্থ এবং নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের হাতে তুলে দেন।

চেক বিতরণকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ইতোপূর্বে তৃতীয় ধাপে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় একশত পাঁচ জন অসহায় পাটকল শ্রমিক ও তাদের পরিবার, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকে অসুস্থ, নিম্নআয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে ৩২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।