ফরিদপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান
শেখ মনির হোসেন
ফরিদপুর, ২ এপ্রিল ২০২০ :করোনার প্রভাবে ফরিদপুরে কর্মহীন ১শ’ পরিবারের মাঝে অটোমোবাইল পার্টস বিক্রেতাদের পক্ষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল ফরিদপুর শহরের চরকমলাপুর, টেপাখোলা এলাকায় বেড়িবাধ সংলগ্ন এলাকা ও কানাইপুরে কর্মহীনদের মাঝে এ খাদ্য প্রদান করা হয়।
ফরিদপুরের যশোর বাইক এর স্বত্তাধিকারী মো. নজরুল ইসলাম, খান ট্রেডার্স এর মেহেদী হাসান ও স্বপ্ন অটোর নাজমুল হাসান এর উদ্যোগে ও নিজস্ব তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি আলু, আধা লিটার তেল ও হাত ধোয়ার সাবান দেওয়া হয়।
চরকমলাপুরে ৩০ টি, টেপাখোলায় ৪০ টি ও কানাইপুরে ৩০ টি পরিবারের প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের হাতে এ খাদ্য তুলে দেওয়া হয়।
উদ্যোক্তা মো. নজরুল ইসলাম জানান, সহায়তা পাওয়া এসব পরিবার প্রধানরা রিক্সা, অটোরিক্সা চালক, রাজমিস্ত্রী ও দোকান কর্মচারী। করোনার কারনে তারা কর্মহীন হয়ে পড়ায় কষ্টে পতিত হয়েছে। তিনি জানান, এ খাদ্য সামগ্রী বিতরণ দরিদ্রকে সহায়তা নয় বরং কর্মহীনের পাশে দাড়িয়ে করোনা মোকাবেলায় নিজ নিজ বাড়িতে থাকার উৎসাহ মাত্র।
#