• ঢাকা
  • শনিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
ফরিদপুর দরিদ্রদের মাঝে জেলা ছাত্রদলের খাদ্য সহায়তা প্রদান

ফরিদপুর দরিদ্রদের মাঝে জেলা ছাত্রদলের খাদ্য সহায়তা প্রদান

হারুন আনসারীসাংবাদিক ও কলামিঃফরিদপুরে ২শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা ছাত্রদল। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্হানে তারা জীবানুনাষক স্প্রে ও মসজিদে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। নেতাকর্মীরা নিজস্ব তহবিল সংগ্রহ করে এসব সামগ্রী বিতরণ করেন।

শহরের আলিপুর গোরস্হান এলাকা, টেপাখোলা ও বায়তুল আমানে কর্মহীন ২শ’ পরিবারের মাঝে বুধবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও দেড় কেজি করে লবণ দেয়া হয়। এর আগে শহরের সদর হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, শিশু হাসপাতাল ও পৌরসভার সামনে জীবানুনাশক স্প্রে করে। এছাড়া ২০টি মসজিদে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন রতন, শোয়েব শেখ, শামীম খান, ইসতিয়াক রশীদ, জিতু খান, নাইমুল ইসলাম নোমান, রফিকুল পারভেজ লিংকন প্রমুখ এতে অংশ নেন।

নেতৃবৃন্দ জানান, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুভার্বের প্রেক্ষিতে এ কর্মসূচী গ্রহণ করা হয়। তাদের সহায়তা কর্মসূচী অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।