• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে ১২ বছ‌রের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

ফ‌রিদপু‌রের সালথায় ১২ বছ‌র ৬ মা‌সের সাজাপ্রাপ্ত একজন পালাতক আসামিকে আটক করেছে সালথা থানা পু‌লিশ। ১ লা আগষ্ট শ‌নিবার দিবাগত রা‌তে উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের মধ্য ফুলবা‌ড়িয়া থে‌কে উক্ত আসামী‌কে আটক করা হয়। আটক কৃত ব্যা‌ক্তির নাম ম‌নির মোল্যা।

সালথা থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহর নেতৃ‌তে এএসআই ইমাজুল ও এএসআই মোবারক হোসেন সহ পু‌লি‌শের এক‌টি টিম অভিযান চা‌লি‌য়ে ফুলবা‌ড়িয়া এলাকা থে‌কে শ‌নিবার রা‌তে ম‌নির মোল্যা (৪২) কে আটক ক‌রে। আটক কৃত ম‌নির মোল্যা অত্র উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের মধ্য ফুলবা‌ড়িয়া এলাকার মৃত ওহাব ম্যোল্যা ওর‌ফে টুকু’র ছে‌লে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ ব‌লেন, ‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আমরা সাজাপ্রাপ্ত আসামী ম‌নির মোল্যা‌কে আটক কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি। আটক কৃত ম‌নির মোল্যা নগরকান্দা থানা জিআর নং ০৩/১১ এর পলাতক আসামী। ২০১১ সা‌লে হত্যার উদ্দে‌শ্যে জ‌নৈক শাহজাহান মোল্যার ছে‌লে ও মে‌য়ে‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে।

উক্ত ঘটনায় ২০১১ সা‌লে ‌নিয়‌মিত মামলা রজু হয়। দীর্ঘ ৯ বছরের বিচার কা‌র্যে সাক্ষি ও প্রমা‌নের ভি‌ত্তি‌তে অ‌তি‌রিক্ত চীফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট ফ‌রিদপুর জনাব মোঃ মাসুদ আলীর আদাল‌তে ২০১৯ সা‌লে মামলার রায় ঘোষনা হয়। আটককৃত ম‌নির মোল্যা ঐ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।