ফরিদপুর জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ঈদের সামগ্রী বিতরণ করা হয়।
মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া’র সভাপতিত্বে আজ সোমবার দুপুরে
ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সহ সভাপতি শেখ কুদ্দুস,সহ-সভাপতি,সৈয়দ শরিফ বিন (অন্তু), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আশিক খান-সাংগঠনিক সম্পাদকমোঃ ইসাহাক মোল্যা,যুগ্ন-সাধারন সম্পাদক, কাজী সুমন ।
আলোচনা সভায় বক্তারা বলেন যে,বর্তমান সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রের ন্যায় মৎস্য ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন দেখে অনেক উন্নত দেশও বিস্ময় প্রকাশ করছে।
বক্তারা বিএনপি – জামায়াতের নানামুখী ষড়যন্ত্র উপেক্ষা করে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।পরিশেষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।