করোনার ভয়াবহতা যত দিন যাচ্ছে ততো বাড়ছে। আর এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে মানুষকে ঘরে থাকার আহব্বান জানিয়েছেন।আর বাংলাদেশর মানুষ সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিজেদের গৃহবন্দি করে ফেলেছেন।
গৃহবন্দি অসহায় দূঃস্থ কর্মহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ত্রানের মাধ্যমে ব্যবস্থা হয়েছে খাদ্য সমগ্রীর। কিন্তুু বিপাকে পড়েছেন সাধারণ মধ্যবিত্ব পরিবারের মানুষ গুলো। তারা গৃহ বন্ধি হয়ে পড়েছেন খাদ্য সংকটে। ত্রান যাইতে করছেন লজ্জাবোধ।
আর এ সব মধ্যবিত্ব পরিবারের কথা চিন্তা করে রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সুযোগ্য মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ মহান উদ্যোগ নিয়েছেন “হ্যালো মেয়র ” মেয়র সাহেবকে ফোন দিলেই সে সব মধ্যবিত্ব পরিবারের জন্য খাদ্য সমাগ্রী নিয়ে তিনি নিজে গিয়ে পৌছে দিচ্ছেন সেই পরিবারের কাছে।মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছন তাহেরপুর পৌরসভার জনগন।
এ ব্যাপারে এক জন মধ্যবিত্ব পরিবারের সদস্য জানান,আমরা গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে ছিলাম ত্রান চাইতে ও লজ্জাবোধ করছিলাম।”হ্যালো মেয়র” এর বিষয়ে জানতে পেরে আমি আমাদের মেয়র কালাম সাহেব কে ফোন করি এবং তাৎক্ষনিক তিনি আমার বাসায় এসে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে যান।
এ ব্যাপারে মেয়র কালাম বলেন, শেখ হাসিনার নির্দেশ মোতাবেক করোনা ভাইরাসের কারণে অদ্ভুত পরিস্থিতিতে আমার তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মধ্যবিত্ত বাসিন্দা”হ্যালো মেয়র” প্রতিদিনের ন্যায় আজও আমাকে মোবাইলে ফোন দিয়ে জানান তারা খাবার সংকটে আছেন। তখন আমি তাদের আশ্বাস দিই তোমাদের চিন্তা করতে হবে না তোমাদের বাড়িতে খাবার পৌঁছে যাবে এই সংকটময় মুহুর্তে আমি যতক্ষণ বেঁচে আছি তাহেরপুর পৌরসভায় একটি মানুষও না খেয়ে থাকবে না। তাৎক্ষণিক ভাবে আমি নিজ গাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে নিজ হাতে পৌঁছে দিই।
এসময় সমাজের সকল বিত্তশালীদের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান তিনি।