অসহায় এক হাজার পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এম.পি)
জাহাঙ্গীর তালুকদার,(ময়মনসিংহ) তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় করোনা মোকাবেলায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ-২ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এম.পি)।
গত বুধবার (১ এপ্রিল) বিকালে তারাকান্দা থানা প্রাঙ্গণে এক হাজার অসহায় ও দিনমজুর পরিবারের মধ্যে ১০ কেজি চাল,১ কেজি তৈল,১ কেজি ডাল,১ কেজি আলু ও জীবাণুনাশ সাবান বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক,উপজেলা নিবার্হী অফিসার চিত্রা শিকারি,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার কাকন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,সিনিয়র সহ-সভাপতি মেজবাহ-উল আলম রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম,আজহারুল ইসলাম সরকার,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,যুগ্ন-আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল,সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও খাদ্য সাহায্য নিতে আসা সাধারণ জনগণ।
বাংলাদেশে নোভেল করোনা ভাইরাস কোভিড -১৯ এর প্রাদুর্ভাব চলমান পরিস্থিতিতে অসহায় মানুষের সহযোগীতায় উজ্জল দৃষ্টান্ত করেছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এম.পি)।