• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

মেয়াদোত্তির্ন ও নিম্নমানের খেজুর জব্দ, মালিককে জরিমানা

ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় মেয়াদোত্তির্ণ ও নিম্নমানের খেজুর মজুদ ও বিক্রির অভিযোগে ব্যক্তিমালিকানাধীন ফরিদপুর হিমাগারেকে ২,১০,০০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার ০২-০৫-২০ সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট আফরোজ শাহিন খসরু ও সৈয়দ জাকির হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা স্যানিটারি অফিসার বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনী ও র‍্যাব এর একটি করে টিম এ অভিযানে সহযোগিতা করেন।
এসময় হিমাগারে সংরক্ষিত অবস্থায় ৬৫০০ কেজি নিম্নমানের খেজুর পাওয়া যায়। এই অপরাধে খেজুরের মালিককে ২,০০,০০০/- অর্থদণ্ড করা হয় এবং BSTI – এ পরীক্ষার উদ্দেশ্যে কিছু স্যাম্পল প্রেরণ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ মেয়াদোত্তির্ণ খেজুর জব্দ করা হয় যা তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয়। মেয়াদোত্তির্ণ খেজুর আমদানি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে প্রতিষ্ঠানকে আরও বড় ধরনের দন্ড দেওয়া হবে বলে হুশিয়ার করেন ভ্রাম্যমান আদালত।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।