সালথা’য় জীবাণুনাশক ঔষধ স্প্রে করেছে ফায়ার সার্ভিস কর্মীরা
সালথা’য় জীবাণুনাশক ঔষধ স্প্রে করেছে ফায়ার সার্ভিস কর্মীরা
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের দিকনির্দেশনায়, করোনা ভাইরাস হতে পরিত্রাণ পেতে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে সালথা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছড়ানো কার্যক্রমের শুরু করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও ব্রাকের যৌথ আয়োজনে জীবাণুনাশক ঔষধ পানি ছিটানোর আয়োজন করা হয়। এসময় ব্রাক সালথা শাখার ব্যবস্থাপক অলোক বিশ্বাস, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা জীবাণুনাশক ওষুধ-পানি উপজেলার বিভিন্ন স্থানে স্প্রে করেন।