ফরিদপুর টেপাখোলায় কর্মহীন আদীবাসী বিন্দু সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন
ফরিদপুর টেপাখোলায় কর্মহীন আদীবাসী বিন্দু সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন
এসএমমনিরুজ্জামানফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন ডিক্রিরচর আদিবাসী সংস্থার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা নারী উন্নয়ন ফোরাম। বুধবার দুপুরে ফরিদপুর টেপাখোলা লেকপারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা।এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোঃ সুজাউজ্জামান রাসেদ,নারী উন্নয়ন ফোরামের মানব সম্পদ কর্মকতার্ মেজবাউদ্দীন আহমেদ,প্রকল্প সমন্বয়কারী কারীবুল ইসলাম,এ্যাডমিন শহিদুল আলম, ডিক্রিরচর আদিবাসী সংস্থার সভাপতি পলাশ বিশ্বাস,সাধারন সম্পাদক গুরুপদ বিশ্বাস প্রমুখ । খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাউল,১কেজি আটা, লবন ৫০০গ্রাম,১লিটার তৈল,১টি সাবান বিতরন করা হয়।