• ঢাকা
  • বুধবার, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বোয়ালমারীতে আরো একজনের করোনা শনাক্ত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোঃ সুমন শেখ(১৮) নামে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের করোনায় আক্রান্ত মাদ্রাসা ছাত্রের আপন ছোট ভাই। এ নিয়ে উপজেলায় তিনজন রোগী করোনায় শনাক্ত হলো।

শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সুমন শেখের আপন বড় ভাই মাদ্রাসা ছাত্র রোমান শেখ গত বৃহস্পতিবার করোনায় শনাক্ত হয়।

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সুমন শেখ পরিবারের সাথে গত ২২ এপ্রিল ঢাকার কামরাঙ্গি চর এলাকা থেকে বাড়িতে আসে। খবর পেয়ে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল টিম পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর-এ প্রেরণ করে। গত ৩০ এপ্রিল তার বড় ভাই রোমান শেখের করোনা পজেটিভ ধরা পড়ে।

উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকতা ডা. খালেদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুমনের বড় ভাইয়ের কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি জানার পর রাতেই উপজেলা প্রশাসনসহ আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করি। আক্রান্ত রোগির অবস্হা ভালো থাকায় তাদের দুই ভাইকেই বাড়িতেই আলাদা ঘরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য বোয়ালমারী উপজেলায় প্রথম করোনা রোগি ৩০ এপিল বৃহস্পতিবার সকালে সুস্হ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।