চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ঘরে ঘরে বীনামূল্যে সাবান বিতরন
লিয়াকত আলী (লাভলু)চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার প্রতিটি বসত বাড়ীতে সাবান বিতরন কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবীরা। ওইদিন সকাল ১০ টায় চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গন থেকে সাবান বিতরন উদ্বোধনীর পর সংশিরষ্ট ইউপি সদস্যদের নেতৃত্বে বাড়ী বাড়ী সাবান পৌছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সাবান বিতরন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্যরা। করোনা ভাইরাস প্রতিরোধে উক্ত ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে ঘরে ঘরে সাবান বিতরনের আয়োজন করা হয়।
জানা যায়, ওই দিন উপজেলা সদর ইউনিয়নের প্রতি পরিবারে দুইটি করে সাবান ৮ হাজার পরিবারের মাঝে সর্বমোট ১৬ হাজার সাবান বিতরন করা হচ্ছে। উক্ত ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে ৫ জন করে স্বেচ্ছাসেবক সঙ্গে নিয়ে দিনভর বাড়ী বাড়ী ঘুরে সাবান পৌছে দেয়া হচ্ছে। এসব সাবানের সাথে করোনা মোকাবেলায় আমাদের করনীয় শীর্ষক লিপলেটও বিতরন করেন স্বেচ্ছাসেবক দল।