• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
চরভদ্রাসনে গ্রামে গ্রামে নামফলক উন্মোচন করছেন একতাবদ্ধ সংগঠন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ- 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একতাবদ্ধ সংগঠনের উদ্যোগে গ্রামে গ্রামে নামফলক উন্মোচন করা হচ্ছে। উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মিলে এ সংগঠন গড়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের মেইন সড়ক মোড়ে নামফলক উন্মোচন উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাদুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রাম ও খালাসী ডাঙ্গী গ্রামের নামফলক উন্মোচন করেন। এ সময় একতাবদ্ধ সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারন সম্পাদক মিথিলা খানম মিম উপস্থিত ছিলেন।

জানা যায়, উক্ত সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে চরভদ্রাসন ইউনিয়নের প্রতিটি গ্রামে তিনটি করে মোট ২৮টি গ্রামের ৮৪টি পয়েন্টে নামফলক স্থাপন করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে পুরো উপজেলার সবকটি গ্রামে নামফলক উন্মোচন করা হবে বলেও সংগঠনটি জানান। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, “ গ্রামে গ্রামে নামফলক উন্মোচন করা একটি মহতী কাজ। এ কাজের জন্য সংগঠনটিকে সর্বপ্রকার সহায়তা দেয়া হবে”।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।