• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
সালথা’য় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সমর্থকদের সাথে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কামাল মাতুব্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঢাল-সড়কি, রামদা, ইটপাটকেল নিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয় গ্রুপের ২০ থেকে ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এব্যাপারে ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল মাতুব্বার বলেন, গিয়াস উদ্দিনের বাড়ির সামনে দিয়ে আমার সমর্থক বকুলসহ কয়েকজন লোক মাঠে যাচ্ছিলেন। এ সময় গিয়াস উদ্দিনের সমর্থকরা অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এরই সুত্রধরে সংঘর্ষের সৃষ্টি হয়।

হামলার বিষয়টি অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বলেন, মাটি কাটা নিয়ে মহিলা -মহিলারা বিকালে ঝগড়া করেছে। আমি তৎক্ষণিক মিমাংশা করে দিয়ে আছরের নামাজে গেছি। নামাজ পড়ে বের হয়ে দেখি কামাল মাতুব্বারের লোকজন ঢাল-সড়কি নিয়ে নেমে গেছে। পরে আমার লোকজনও তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।