টাঙ্গাইল সদরের খলদ বাড়ি বিলে, ডিঙ্গি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে
টাঙ্গাইল সদরের, গালা ইউনিয়নের, খলদ বাড়ি বিলে ডিঙি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। খলদ বাড়ি এলাকাবাসীর উদ্যোগে।
০২ আগস্ট, রবিবার বিকেলে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। খলদ বাড়ি এবং আশেপাশের এলাকা থেকে মোট ১৩ টি ডিঙ্গি নৌকা বাইচে অংশগ্রহণ করে।
বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, খলদ বাড়ি গ্রামের বিশিষ্ট ব্যক্তি কামরুল ইসলাম। এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজক কমিটিতে ছিলেন মোঃ লেবু মিয়া, মোঃ জয়নাল আবেদীন, আবু হানিফ, দেলোয়ার হোসেন, ফটিক উদ্দিনসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।