• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
টাঙ্গাইলে আ.লীগ নেতা খুন, জানাজায় হাজারো মানুষের ঢল

টাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তের হাতে খুন হওয়া টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার নিক্সনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

নিহত আমিনুল ইসলাম নিক্সন উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলাউদ্দিন তালুকদার ওরফে তারা মিয়ার ছেলে। সে ধনবাড়ীর রান ডেভেলপমেন্ট উন্নয়ন সংগঠনের ভাইস প্রেসিডেন্টও ছিলেন।

রবিবার (০২ আগষ্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার বাড়ী হাদিরা ইউনিয়নের আজগড়া নিক্সনের প্রতিষ্ঠিত আজগড়ায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে জানাজা নামাজে হাজারো মানুষের জনস্রোতের ঢল দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা আ.লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনূর রশীদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনে নেতাকর্মীসহ স্থানীয়রা।

প্রসঙ্গত প্রকাশ, ঈদের আগের রাতে গেল শুক্রবার (৩১ জুলাই) গ্রামের বাড়ী গোপালপুরের আজগড়া থেকে ধনবাড়ীর বাসায় ফেরার পথে কলেজ শিক্ষক আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সন আজগড়া খালের ব্রিজের অদূরে ধনবাড়ী সীমানায় দূর্বৃত্তদের আক্রমণের শিকার হলে দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হয়। পরে স্থানীয়রা নিক্সনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।