সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ মঙ্গলবার সকাল ৯ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, শপথ পাঠ,ফেস্টুন ও পায়রা অবমুক্ত করণের মাধ্যমে উদ্বোধন করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর শহর আওয়ামীলীগের মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক মিসেস আনোয়ারা বেগম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা মোট ৪৫ টি-ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।