ফরিদপুরে গাভীর ৩টি বাচ্চা প্রসব!
ফরিদপুর বিলমামুদপুর২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন থেকে প্রাপ্ত তথ্য মতে ফরিদপুর সদরের বিলমামুদপুর নদীর পাড় হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী মোঃ বিল্লাহ হোসেনের গাভী আজ ভোরে ৩টি বাচ্চা প্রসব করেছে। বাচ্চাগুলোর মধ্যে ১টি বকনা বাছুর ও ২টি ষাঁড়। এই ৩টি গাভীর বাচ্চাকে দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভীড় করেছে বিল্লাহ হোসেনের বাড়ীতে।
মোঃ বিল্লাহ হোসেন একজন মধ্যবিত্ত কৃষক। পরের জমিতে কৃষিকাজ করে জীবন -জীবিকা নির্বাহ করেন। করোনা ভাইরাস এর প্রাক্কালে অনেকটা মানবেতর জীবনযাপন। তাই একটি খুশির খবরের মাঝেও চিন্তিত। নিজের সন্তান – সন্ততির ভরণ পোষণ, তারমাঝে এই অবলা পশুদের খাদ্যর জোগান তাকে অনেকটা চিন্তিত করে তুলেছে। তাই সমাজের বিবেকবান মানুষের কাছে তাঁর একটু চাওয়া – পাওয়া তাকে এই বিপদের সময় একটু সহযোগিতার।