ফরিদপুরে ইমামদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ওই ইউনিয়নের বিভিন্ন মসজিদের ৮০ জন ইমামের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রোববার বিকেলে গেরদা ইউপি পরিষদ ভবনে উপস্’িত ইমামদের হাতে এসব খাদ্য তুলে দেন ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ। এসময় গেরদা ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াদ মিয়া, সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ সহ অন্যরা উপস্’িত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ওই ইউনিয়নের ৮০ টি মসজিদের প্রত্যেক ইমামকে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা, ও আধা কেজি করে খেজুর, মুড়ি ও চিড়া দেয়া হয়।