ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে
দিনাজপুর জেলার নবাবগঞ্জের ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতক মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।
গত (২রা মে) শনিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদাম গ্রামের ডুগডুগি রাস্তার দক্ষিণ পাশের ধান ক্ষেত থেকে ওই শিশুটি উদ্ধার করা হয়ে ছিলো। শিশুটি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের
তত্ত্বাবধানে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য (ভারপ্রাপ্ত) পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাজন আলী বলেন, রাত সাড়ে ১১টা দিকে শিশুটির অসুস্থ্য হয়ে পড়লে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (৩ মে) সকালে শিশুটি মারা যায়।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার নির্বাহী অফিসারের সরকারি বাসার সামনে মৃত্যু শিশুটির জানাযা শেষে উপজেলা পরিষদের সরকারি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানার ওসি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভাদুরিয়া ইউপি চেয়ারম্যানসহ নবাবগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি,সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।