বাঘায় সামাজিক দুরত্ব না মেনে দেওয়া হচ্ছে পল্লী বিদ্যুতের বিল
বাংলাদেশের ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনাকে রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। তবে এই লকডাউন অমান্য করেই চলছে বাঘা উপজেলায় পল্লী বিদ্যতের বিল পরিশোধের গণজমায়েত।রবিবার(৩ মে) সকাল থেকেই বহু মানুষ লাইন দাঁড়িয়ে বিল পরিশোধ করছেন। মূল লাইনটি দীর্ঘ হয়ে গেছে রাস্তার পাশে দিয়ে। এ সময় চোখে পড়ে পল্লী বিদ্যুতের অফিসের সামনে মানুষের উপচে পড়া ভীড় । এই লাইনে মানা হচ্ছে না কোন সামাজিক দুরত্ব।করোনা ভাইরাস এড়িয়ে চলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতন করে বলছেন যে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে, জনসমাগম এড়িয়ে চলতে।সরেজমিনে গিয়ে দেখা যায়,এদিন বাঘা পল্লী বিদ্যুৎ অফিসের বাইরে সামাজিক দুরত্ব বজায় না রেখে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে।লাইনে দাঁড়িয়ে থাকা বাবু বলেন,আমি গত দুই দিন যাবৎ অনলাইনে বিল দিতে চেষ্টা করে বিল পরিশোধ করতে পারি নাই। তাই উপায় না পেয়ে আজ অফিসে বিল নেয়া হচ্ছে শুনে সকাল থেকে প্রায় দুই ঘন্টা লাইনে আছি।এখানে দেখি সামাজিক দুরত্বের কেউ তোয়াক্কাই করছে না।অন্যান্য আরও বেশ কয়েক জন যেমন,আনসার আলী,জাইদুল ইসলাম,সাজদার রহমান,রোকনুজ্জামান জানায় গত মাসে সরকারের নিদের্শে অফিস বিল না নেয়ায় এই মাসসহ মোট দুই মাস এক সঙ্গে যোগ হয়েছে।গত শনিবার ২মে বিলের শেষ তারিক সরকারী ছুটি হওয়ায় আজ রবিবার প্রথম অফিস খুলেছে তাই বিল দেবার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছি। দুই মাসের বিল এক সঙ্গে যোগ হওয়ায় টাকা যোগান দিতে হিমসিম খাচ্ছে অনেকেই। বাঘা উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম শুবির কুমার দত্ত জানান,সামাজিক দুরত্ব বজায় রাখতে গ্রাহকদের অনুরোধ করেছি।এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা অবহিত করেছি।