সাভারে কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান সমর
সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃ শ্রমিক খরচ বহন করে কৃষক হালিম সরকারের ধান কেটে দিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক অভাবে পাকা ধান কাটতে পারছিলেন না কৃষক হালিম সরকার। বিষয়টি ফখরুল আলম সমর ঘটিত তেঁতুলঝোড়া ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির কন্ট্রোল রুমের কল সেন্টারের জানান হালিম সরকার।
স্বেচ্ছাসেবী ও শ্রমিক খরচ বহন করে হালিম সরকারের পাকা ধান কেটে দিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।