বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা স্কুল। আজ মঙ্গলবার সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তারা টস ভাগ্যে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা রানারআপ হয় মনোহরপুর দাখিল মাদ্রাসা। প্রথমে ব্যাট করতে নেমে মনোহরপুর দাখিল মাদ্রাসা ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহাগ ৩২ রান করে। অতিরিক্ত রান ৫৫। ফরিদপুর জেলা স্কুলের পক্ষে শিহাব ৪টি ও আবিদ ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ফরিদপুর জেলা স্কুল ৮.১ ওভারে ৩/৫১রান করার পর বৃষ্টি আরম্ভ হয়। দলের পক্ষে সাজিন ১৩,আফ্রিদি ১৫ ও স্বপ্ন ১০ রান করে। মনোহরপুর দাখিল মাদ্রাসার শাবিত ও সোহাগ ১ একটা করে উউইকেট নেন।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার হারুন-অর-রশিদ,অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোর্শারফ আলী,জেলা ক্রিড়া সংস্হার সহ- সভাপতি আমিনুর রহমান ফরিদ,সদস্য অমরেশ সাহাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।