• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে বাউলদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় বাউল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ০৩-০৫-২০ রবিবার বিকেল ৪.৩০ টার দিকে শহরের গোয়ালচামটে অবস্থিত সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৬১ টি দরিদ্র ও অসহায় বাউল পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম, রিজার্ভ অফিসার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান জানান, আমাদের কাছে সরকারী কোন খাদ্য সামগ্রীর বরাদ্দ নেই কিন্তু আমাদের কাছে প্রচুর মানুষ সাহায্যের জন্য আসে। আমরা পুলিশ প্রশাসন সকল পুলিশ সদস্যের কাছ থেকে আমাদের বেতনের টাকার থেকে কিছু কিছু করে দিয়ে একটি ফান্ড তৈরী করেছি।
আমাদের কাছে যখন চাহিদা আসে তখন খোজ খবর নিয়ে যার খুব বেশী প্রয়োজন তাকে সেই ফান্ড থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এই বাউল পরিবারগুলো অনাহারে অর্ধাহারে দিন পার করছে জানতে পেরে পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান স্যারের নির্দেশনায় আজ এই পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হলো। প্রতিটি প্যাকেটে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও একটি করে সাবান রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।