ফরিদপুর অফিস
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের অভিনন্দন মিছিল করেছে । শুক্রবার বিকালে শহরের কাটপট্টি থেকে জনতা ব্যাংকের মোট পর্যন্ত আনন্দ মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশ করে তারা।
এর আগে শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগের কমিটি বিলুপ্ত করে নতুন সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদকে করা হয়েছে।
ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের নেতৃত্বে ছাত্রদলের আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি, শামিম খান কায়েস, আরেফিন কায়েস মাহমুদ, অনিক খান জিতু,যুগ্ম সম্পাদক, সোহান আল মাহমুদ, শাহরিয়ার হোসেন জুয়েল, মীর সাদিক হোসেন, সৈয়দ মঈন, রাকিবুল হাসান, সহ সাংগঠনিক মামুন, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পারভেজ খান অহন প্রমুখ।
রাশেদুল হাসান কাজল, ফরিদপুর।