করোনা ভাইরাসের কারনে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির সদস্যরা। জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিন শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা কাহারোল উপজেলায় স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল এর উপস্থিতিতে ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা ত্রাণ পরিচালনা কমিটি।
আজ রবিবার (৩ মে) দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির উদ্যোগে কাহারোল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলার ২শতাধিক কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে ঘরে থেকে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। এতে জনসাধারণ কর্মহীন হয়ে পড়লেও তাদের খাবারের দায়িত্ব নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা।তিনি তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো শুধু দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। তাদের জন্যই দিন-রাত কাজ করে থাকেন। মানবতার মা শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন, সকল পর্যায়ের নেতা-কর্মীরা যেন কর্মহীন মানুষকে সহযোগিতা করে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক আলতাফুজ্জামান মিতা, জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল হুদা হেলাল, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।