• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
আলফাডাঙ্গায় শ্বশুরের হাতে জামাই জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক অশান্তির পরিণতিতে যখমের ঘটনা  ঘটেছে । পারিবারিক বিবাদের জেরে জামাইয়ের ওপর শ্বশুরের  মারমুখি আক্রমনের ঘটনা হয়েছে।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলফাডাঙ্গা উপজেলার  সদর ইউনিয়নের বাইশা গ্রামে।

জামাই সুমন শেখ (৩০) আহত অবস্থায়  আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি আছে। সুমন পৌর এলাকার কুসুমদি গ্রামের বাদশা শেখের ছেলে। ছেলের পরিবারের  সুখের  কথা চিন্তা করে আদালাভাবে  বাড়ি করে দেয় বাদশা।

জানা যায়,স্বামী স্ত্রী মাঝে মধ্যে কলহ বাঁধে। গত ২মে শনিবার রাতে সংসারের খুটিনাটি   বিষয় নিয়ে স্বামী স্ত্রী মধ্যে  কলহ বাঁধে।ঝর্ণা উপজেলা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের রিজাউল শেখের মেয়ে।

ঘটনার রাতে কলহের বিষয়টি স্ত্রী ঝর্ণা বেগম তার বাবা মাকে মুঠোফোনে জানাইলে তারা(মাবাবা)জামাই বাড়ি যায়। সেখানে কথাকাটাটির  এক পর্যায় শ্বশুর ক্ষিপ্ত হয়ে জামাই সুমনের মাথায় রাম দা দিয়ে কোপ মেরে  যখম করে বলে সুমনের পিতা বাদশা শেখ দাবি করেন।

সুমনের চিৎকারে  আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে স্ত্রী ঝর্ণা বেগম বলেন,আমার স্বামী  মাঝে মধ্যেই আমাকে মারধর করে।

তবে শ্বশুর রিজাউল শেখকে বাড়িতে পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত সুমন শেখ বলেন, আমাকে বাড়িতে  একা পেয়ে আমার শ্বশুর আমার ওপর চড়াও হয়ে  রামদা দিয়ে মাথায় কোপ মারে।

এ  রিপোর্ট লেখা পর্যন্ত  থানায় কোন   অভিযোগ করা হয়নি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।