আলফাডাঙায় দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণধীন ঘরের ইটের দেয়াল ধসে ইভোনা জমাদ্দার(১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ২ মে শনিবারে সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইভোনা জমাদ্দার একই গ্রামের হুমাউন জমাদ্দারের ছেলে। ওই শিক্ষার্থী স্থানীয় পানাইল ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানায়, রোজা শেষে সন্ধ্যায় ইভোনা নির্মাণধীন ঘরের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় দেয়ালটি ধসে পড়লে সে চাপা পড়ে আহত হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।কর্মরত ডা. নাজমুল হাসান তার অবস্থা অবনতি দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মাঝকান্দিতে পৌছালে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।