• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি মানা ও সম্পাদক আজাদ

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং ঢাকা-২১৮৭) -(২০২২-২০২৫) মেয়াদী এর ত্রি-বার্ষিক
নির্বাচনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পূর্ন হয়েছে।

(৩ জুন শুক্রবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের মহিম ইনস্টিটিউশন স্কুলে ভোটারদের ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে মোট ২১ টি পদের মধ্যে সহ-সভাপতি ৩ জন, ক্রীড়া সম্পাদক ১ জন বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকী ১৭ টি পদের জন্য নির্বাচনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। যার মধ্যে থেকে ১৭ টি পদের প্রার্থীরা বিজয়ী হন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩৭ জন শ্রমিক ভোটার ছিলেন এর মধ্যে ভোটারগণ তাদের ভোটাধিকার বলে ৬ হাজার ২ শত ৩৫ জন ভোটার ভোট প্রদান করেন। পরে ওইদিনই গণনা শেষে রাত ১২ টায় ফলা ফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আব্দুল মান্নান শেখ মানা খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম আজাদ গোলাপ ফুল প্রতীক নিয়ে বিজয়ী।

এছাড়া যুগ্ন সাধারন সম্পাদক পদে মোহাম্মদ কালাম হোসেন কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে প্রথম মোঃ শাওন মন্ডল বালতি প্রতীক নিয়ে, দ্বিতীয় মোহাম্মদ সেন্টু সেক ময়ূর প্রতীক ও তৃতীয় ফরিদুর রহমান টিটু লাঙ্গল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে খন্দকার মাহবুবুল আলম ঝন্টু হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রিপন শেখ উড়োজাহাজ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান বক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে আমি মোঃ ইমারত মল্লিক টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে মোহাম্মদ সাজ্জাত হোসেন মলিন, মোঃ সোবাহান মোল্লা, মোহাম্মদ মোস্তফা মোল্লা, মোহাম্মদ আনোয়ার খান, সৈয়দ ওয়াসিম, লাবু খান ও আমানত বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে জুবায়ের জাকির, সদস্য সচিব শেখ ফয়েজ আহম্মেদ ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন শেখ মনির হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজয়ী প্রার্থীগণ কার্যনির্বাহী পরিষদের কমিটি আগামী তিন বছর মেয়াদী বলবৎ থাকবে।

নির্বাচন চলাকালে শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পূর্ন হয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কেন্দ্রে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলো। নির্বচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।