• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ

ফরিদপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

ওই ইউপি সদস্যের নাম মো.আব্দুর রাজ্জাক মোল্লা (৫২)। তিনি ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বাড়ি ইউনিয়নের বিল গজারিয়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের সাবেক ছয় নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

এলাকাবাসী ওই ইউপি সদস্যের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছিল যে,তিনি গত চার দফা ২২জন হতদরিদ্র ব্যাক্তির খাদ্য বান্ধব সহায়তা প্রকল্পে ১০ টাকা মূল্যের চাল না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন।

এ অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকেল তিনটার দিকে ফরিদপুর সদরের সহকারি কমিশনার (ভূমি) শাহ্ মো. সজীব ও জেলা খাদ্য কর্মকর্তা আলীয়াবাদ ইউনিয়নের চৌহাট্টা এলাকায় গিয়ে বিগত চার দফায় ২২টি কার্ডের বিপরীতে কার্ডধারিদের চালান দেওয়ার সত্যতা পান। তবে ওই সময় ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক শেখকে খুঁজে পাওয়া যায়নি।

ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বলেন, জেলা খাদ্য কর্মকর্তাকে বিষযটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।