মে ৪-২০২০ কুষ্টিয়া প্রতিনিধি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির উদ্যোগে কেপিসির সভাকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন কেপিসির সহ সভাপতি মীর আল আরেফিন বাবু ও জামিল হাসান খান খোকন, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, আরিফুজ্জামান লিপ্টন, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। সভায় বক্তারা বলেন, মিডিয়াবান্ধব সরকারের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কিছু অতি উৎসাহী ( হাওয়া ভবনের) প্রেতাত্মা টার্গেট করে গণমাধ্যমকর্মীদের উপর নিগ্রহ, নিপীড়ন চালাচ্ছে। দুর্বৃত্তদের পক্ষ নিয়ে সাংবাদিকদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা নিচ্ছে। যা বর্তমান সরকারের স্বাধীন সাংবাদিকতার বুকে কুঠারাঘাত হানছে।