মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সামাজিক দুরত্ব বজায় রেখে ন্যায্যমুল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। সোমবার দুপুরে তৃতীয় পর্যায়ে উপজেলার সদর বাজারে তিন শতাধিক ক্রেতার কাছে এ পন্য বিক্রয় করেন মোল্যা ট্রেডার্স নামে একটি ডিলার প্রতিষ্টান। প্রতিজন ক্রেতা ৬শ’২০ টাকায় ক্রয় করছেন ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, টিসিবি ডিলার হায়দার হোসেন মোল্যা। সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, যদিও টিসিবির ডিলার উপজেলার মাঝারদিয়ায় তারপরও উপজেলা সদরের মানুষের কথা চিন্তা করে এক লডের মাল উপজেলা প্রশাসনের অনুরোধে উপজেলা সদর বাজার এলাকায় বিক্রয় করা হচ্ছে।
৪ মে ২০২০