• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু

সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃ সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৮) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সাভারের সাধাপুর এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান।

মৃত সাইফুল ইসলাম সাধাপুর গোপেরবাড়ী এলাকার জহিরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় থেকে পোল্ট্রি ব্যবসা করতেন।

পুলিশ জানায়, সকালে নিজের মুরগির খামারে কাজ করছেন সাইফুল। তার খামারে বেড়া হিসাবে ব্যবহার করা লোহার নেটে দুর্ঘটনাবশত আগে থেকেই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিলো। এসময় ওই লোহার নেটের বেড়া স্পর্শ করলে সাইফুল বিদ্যুতায়িত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক হামিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।