• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
চরভদ্রাসনে জাতীয় সমবায় দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ খ্রি. পালিত হয়েছে। এ উপলে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে প্রথমে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান সড়কগুলো প্রদক্ষিন করা হয়। ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও ফরিদা বেগম র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা মাল্টিপারপাস সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার। সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আলাউদ্দিন মোল্যা। “সমবায়ে গড়ছি দেশ, ষ্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু. বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, স্থানীয় সমবায়ী ওয়াছেল মাষ্টার, নাজমুল হুদা নান্নু, সালমা আক্তার খুশি, হাসিনা আক্তার ও রাজেন্দ্র বাড়ই প্রমূখ। বক্তারা, উপজেলার সমবায়ীদের প্রযুক্তির উপর দক্ষ ও অভিজ্ঞ হয়ে জীবন মান সহজ করে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার উপর জোর দেন।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-০৪/১১/২০২৩ খ্রিঃ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।