• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা ভাইরাসে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলায়

বোয়ালমারীতে পুলিশের উপর হামলায় চার পুলিশ আহত

ছবি- প্রতিকী

করোনা ভাইরাসে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলায়

বোয়ালমারীতে পুলিশের উপর হামলায় চার পুলিশ আহত

নুর ইসলাম,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলা রাখে ব্যবসায়িরা। পুলিশ সামাজিক দুরত্ব বজায় রাখা ও দোকান বন্দের কথা বললে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার (০৪.০৪.২০) সকাল ১১টায় করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে ময়েনদিয়া বাজারে চায়ের দোকানদার মালেক ও রডসিমেন্টের ব্যবসায়ি নজরুল ইসলামকে দোকান বন্ধ করতে বলায় পুলিশের সাথে কথা কাটাকাটি হয়। ঘটনার সময় উপস্থিত বাজার বণিক সমিতির সভাপতি ও পরমেশ্বরদী ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আ. মান্নান মোল্যার সাথেও পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ মান্নান মোল্যাকে সামাজিক দুরত্ব বজায় রেখে কথা বলতে বলেন। এ সময় মান্নান মোল্যার ছেলে হারেজ মোল্যা, মালেক মোল্যার ছেলে হাসান ও ফুরকানের নেতৃত্বে পুলিশের উপরে লাঠিসোঠা নিয়ে হামলা করে। হামলায় বোয়ালমারী থানার এসআই শাহাদাত হোসেন (৩৬), এএসআই পিজুস বৈরাগি (৪৩), কনস্টেবল ফরহাদ (৩৮) জালাল উদ্দীন (৫২) আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে মান্নান মোল্যার মুঠোফোনে (০১৭১৬৪০২৬৪৮) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ যেভাবে কাজ করছে; তাতে এই হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে সচেতনতা বাড়াতে ময়েনদিয়া বাজারের চায়ের দোকান ও রড সিমেন্টের দোকান বন্ধ রেখে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বললে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ হামলায় আমার এক অফিসারসহ চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।