• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
নগরকান্দায় ছাগলের কলা খাওয়া নিয়ে সংঘর্ষ আহত ২০

নগরকান্দা’য় ছাগলে কলা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০ জন

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে শুক্রবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন চেয়ারম্যান মান্নান ফকির সমর্থক জলিল তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আঃ সোবাহান মাষ্টার সমর্থক সৈয়দ আলী মোল্লার দুই গ্রুপের সংঘর্ষ হয়, এতে শতাধিক ঘরবাড়ি, দোকান, গরুর ফার্ম ভাংচুর ও ব্যাপক লুটপাট হয় এবং নারী পুরুষ সহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

সরেজমিনে গিয়ে জানা যায়, আসাদ মোল্যার ঘরে প্রতিবেশী এনায়েত মোল্যার ছাগল ঠুকে কলা খায়, এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় ও শুক্রবার বিকালে দু ‘গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্র নিয়ে হামলা চালায়।এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়।এবং এতে উভয় গ্রুপের শতাধিক ঘরবাড়ি ঘর সহ ১০টি বৈদ্যুতিক মিটার, ৩ টি দোকান ও একটি গরুর ফার্ম ভাংচুর ও নগদ অর্থ লুটপাট হয় । সংঘর্ষে আহত অবস্থায় দুলু মিয়া ও নিলু মিয়াকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরতর আহত অবস্থায় বাচ্চু মোল্লা, সেলিম খান, ও রাসেল মোল্লাকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

সংঘর্ষ চলাকালীন সময়ে প্রতিপক্ষরা গরুর ফার্মে ঢুকে হামলা চালায় এবং তার মোটরসাইকেল, চুলা, রাইসকুকার ভাংচুর ও ড্রয়ারে থাকা নগদ ৯৯ হাজার টাকা লুট করে নেয় বলে ফার্মের মালিক নাজমুল হোসাইন রাকিবুল জানান।ভোক্তভোগী মুক্তিযোদ্ধার পুত্র আনিসুর রহমান পান্নু বলেন আমরা গ্রামের মারামারীতে কোন পক্ষকেই সমর্থন করিনা অথচ সৈয়াদ পুলিশের নেতৃত্বে সবচাইতে আমাদেরই বেশি ক্ষতি স্বাধন করেছে।ঘরবাড়ী, দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি এ নিয়ে থানায় দুই পক্ষেরই মামলার প্রস্তুতি চলছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।