“মানবতার কল্যাণে ফরিদপুর” এর উদ্যোগে চর-হরিরামপুর বানভাসীদের খাদ্য সামগ্রী বিতরণ
তাদের হাসিতে হাসবো আমরা এই প্রতিপাদ্যকে বুকে ধারন করেন স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার কল্যাণে ফরিদপুর” এর উদ্যোগে চর-হরিরামপুর বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, এবং বন্যা কবলিত পরিবারের শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেবার প্রয়াসে বাচ্চাদের ছিল বর্ণাঢ্য আয়োজন। আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও তাদের এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।
এসময় “মানবতার কল্যাণে ফরিদপুর” পরিবারের স্বেচ্ছাসেবী সিয়াম মাহামুদ, সজিব আরফান,পরনব জয়, আবির বানিক, মেহেজাবিন, শারমিন, আশিক, সোহাগ,আকাশ, জাহাঙ্গীর কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।