• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং
জালে ধরা পড়া ডলফিনকে পিটিয়ে মারলো জেলেরা

জালে ধরা পড়া ডলফিনকে পিটিয়ে মারলো জেলেরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবকিছু বন্ধ থাকায় পর্যটকশূন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন সমুদ্র সৈকতে ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর বিচরণ বৃদ্ধি পেয়েছে। আর ঠিক এ সময়েই টেকনাফের শাপলাপুর সৈকতে একটি ডলফিনকে তুলে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় জেলেদের বিরুদ্ধে।

স্থানীয় পরিবেশকর্মী সেভ দা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ এ তথ্য নিশ্চিত করে জানান, মাছ ধরার জালে আটকা পড়লে জেলেরা ডলফিনটিকে পিটিয়ে মেরে ফেলেছে। প্রশাসনকে জানানো হলে ডলফিনটি মাটি চাপা দেয়া হয়।
শনিবার মৃত ডলফিনটির ছবি ফেসবুকে শেয়ার করেন স্থানীয় যুবক জালাল উদ্দিন চৌধুরী। তিনি জানান, ডলফিনটি অনেক বড় এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মোয়াজ্জেম হোসেন রিয়াদ জানান, নানা টোটকা ওষুধের জন্য ডলফিন হত্যা করে তার মাংস ও হাড় নিয়ে যায় জেলেসহ একটি চক্র। এ ডলফিনটিও সেই কারণে মারা হতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনি বলেন, বিচার না হওয়ার কারণেই সামুদ্রিক প্রাণী হত্যার হার বাড়ছে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে জানতে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হুমায়ুন কবির বলেন, ডলফিনের মৃত্যুর খবর আমরা পাইনি। খোঁজ নিচ্ছি। ঘটনার সত্যতা পেলে অবশ্যই জেলেদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পরে শপলাপুর বিট অফিসার মঞ্জুরুল আলম চৌধুরী জানান, ডলফিনটি নিজে থেকে মরে ভেসে এসেছে।

যেহেতু কদিন ধরে জেলেরা সাগরে যাচ্ছে না তাই জেলেদের জালে আটকা পড়ার কথা না।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।