গোপালগঞ্জ রামদিয়া সরকারি এস কে কলেজের অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে চরভদ্রাসন কলেজে মানব বন্ধন
ফরিদপুরের চরভদ্রাসনে গোপালগঞ্জের রামদিয়া সরকারি এসকে কলজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের ওপর মুখোশধারী র্দুবৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।গতকাল
(৪মার্চ) বুধবার সকাল ৯টা থেকে ১০টা র্পযন্ত ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের আয়োজনে কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা গোপালগঞ্জের রামদিয়া সরকারি এসকে কলজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের ওপর হামলাকারী র্দুবৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ মো. বিলাল হোসেন এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ড. মো. আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখনে, উক্ত কলেজের উপাধ্যক্ষ এস. এম. ছাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আবুল খায়ের মোহাম্মদ রেজভী মামুদ, ড. মো. আব্দুস সালাম প্রমুখ।