র্যাব- ৮ কর্তৃক বরগুনা জেলার আমতলী থেকে ওয়ারেন্টভুক্ত এক(১) আসামি গ্রেপ্তার
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৪ মার্চ ২০২০ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানাধীন ছুরিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর ১২৫২/১৭, (মেট্রো ম্যাজিট্রেট আদালত ঢাকা) এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ফেরদৌস (২৮), পিতাঃ আঃ মান্নান বিশ্বাস, সাং-আমতলী, থানাঃ আমতলী, জেলাঃ বরগুনাকে গ্রেফতার করেছে। পরে আটককৃত আসামীকে আমতলী থানাতে হস্তান্তর করা হয়।