• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
গরুসহ চোর আটক

গরুসহ চোর আটক

শওকত শরীফ, নগরকান্দা, ফরিদপুর :    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জয়বাংলা নামক স্থানে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও চোরাই গরু সহ মান্নান নামের একজন গরু চোরকে আটক করেছে   নগরকান্দা থানা পুলিশ।

নগরকান্দা থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে  শুক্রবার গভীর রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের আজিজল মুন্সির দুইটি গরু তার গোয়াল ঘর থেকে চুরি করে পিকআপে করে  নিয়ে যাবার সময় খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের টহল টিমের হাতে জয়বাংলা নামক স্থান থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ও চোরাই গরু  সহ  আহত অবস্থায় মজনু নামে এক গরু চোর কে আটক করে। আহত গরু চোর  মজনু এখন পুলিশ পাহারায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি রয়েছে।

রাত ২ টার দিকে গরু চোরেরা পিকাপ গাড়ি নিয়ে জুঙ্গুরদী গ্রামে ঢুকে  আইয়ব  আজিজলের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে গাড়িতে নেয়ার সময় বাড়ির লোকজন টের পায় এবংকৃমোবাইলে যোগাযোগের মাধ্যমে থানা পুলিশের সহযোগিতায় গরু পিকআপ সহ গরু চোর কে আটক করতে সক্ষম হয়।  গরু চোর চক্রের অন্যান্যরা পালিয়ে গেলেও মজনু নামের এক গরু চোর গাড়ী থেকে নেমে পালানোর সময় নিজেদের গাড়িতে চাকায় শরীর পিস্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর পুলিশ তাকে আটক করে। তবে অন্যান্যরা পালিয়ে যায়।

আটক গরু চোর মজনুর বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানার গঙ্গাবর্দী গ্রাামে বলে জানা গেছে।তার পিতার নাম মান্নান। গরু চোর মজনুর শশুর বাড়ী রাজৈর থানার কবিরাজপুর   গ্রামে। এলাকাবাসী জানিয়েছেন  বিগত  কয়েক মাস ধরে উপজেলার শশা ,জুঙ্গুরদী ও চৌমুখা গ্রাম থেকে ১৫ টির মত গরু চুরি হয়েছে । তারা  আটক গরু চোরকে জিঙ্গাসাবাদ করে এই গরু চোর চক্রের অন্যান্যদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।