সালথা’র আটঘর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথা’র আটঘর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন। করোনা ভাইরাসের কারোনে কর্মহীন হয়ে পরা অসহায় দরিদ্র মানুষের মাঝে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরন।
রবিবার সকাল ১১টায় ইউনিয়নের পাঁচপাখিয়া ও সোনমাংশা গ্রামে ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগের পক্ষ থেকে অসহায় কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও একটি করে সাবান বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যানের বাবা মোঃ লিয়াকত খাঁন, সমাজ সেবক সাব্বির হোসেন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সরকারী ভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রান দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় সকল দরিদ্র মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি। আমি আজ রবিবার ৪০ জন দরিদ্র পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এভাবে ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে পৌঁছে দিবো। আমার ইউনিয়নের কোন গরিব মানুষ না’খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। আমি আটঘর ইউনিয়ন বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানাই।